এসো কাজ করি মহিলা উন্নয়ন সমিতি

পরিচিতি

এসো কাজ করি মহিলা উন্নয়ন সমিতি(EKKMUS)

এসো কাজ করি মহিলা উন্নয়ন সমিতিটি (EKKMUS) ২০০৫ সালে গঠন করা হয়। ২০১২ সালের ২৭ মার্চ মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে সমিতিটি নিবন্ধন লাভ করে। নিবন্ধন নং: জেমবিককা/সুনাম/৬২/২০১২/। এসো কাজ করি মহিলা উন্নয়ন সমিতিতে মোট ৪০ জন সদস্য রয়েছে এর মধ্যে ১১ জন সদস্য নিয়ে গঠিত পরিচালনা কমিটি সমিতিটি পরিচালনা করছে

আমাদের উদ্দেশ্য

    • ইহা একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী উন্নয়ন প্রতিষ্টান হিসাবে স্হানীয় বাসিন্দাদের মাঝে বিশ্বাস, একতা,মানবতাবোধ জাগিয়ে তোলা।

    • দরিদ্র মহিলাদের কর্ম সংস্থান , আয় বাড়ানোর সুযোগ সৃষ্টি করা

    • এই সমিতি স্বনির্ভর করে তুলতে এলাকায় স্হায়ী ভাবে বসবাস রত মহিলাদের ধারা পরিচালিত হইবে

    • আত্মা কর্মসংস্হানের লক্ষে বিভিন্ন প্রশিক্ষণ

জাহানারা বেগম (প্রতিষ্ঠাতা)

এসো কাজ করি মহিলা উন্নয়ন সমিতিটি (EKKMUS) প্রতিষ্টাতা জাহানারা বেগম
সমাজে উনি একজন নারী নেত্রী বা নারী উদ্দ্যুক্ত হিসাবে পরিচিত পাশা পাশি উনি একজন লেখক। এই পর্যন্ত উনার নিজের লেখা ৫ টি বই প্রকাশ হয়েছে ।
এরমধ্যে সিঁড়ি, কাজল দোয়া জল ,বিজয় লাক্ষি উল্লেখ যুগ্য । ২০১০ সালে সফল নারী হিসাবে এবং ২০১৪ সালে বিভাগীয় পর্যায়ে জয়তা পুরস্কার লাভ করেন

আমাদের কার্যক্রম

বাল্যবিবাহ প্রতিরোধ নিয়ে উঠান বৈঠক

পদর্শনী মেলা

বন্যা কবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণ

 

 

প্রকল্প পরিচালনা সদস্য তালিকা

jahanara-1

জাহানারা বেগম

নির্বাহী পরিচালক 

WhatsApp Image 2024-06-27 at 11.23.35

মিতারা আক্তার

অফিস প্রধান

female-icon-for-website-symbol-presentation-free-vector

রুনা আক্তার

অফিস সহকারী

female-icon-for-website-symbol-presentation-free-vector

সনি বর্মন

ট্রেইনার

WhatsApp-Image-2024-06-27-at-01.03.40-1

হেলাল হোসেন

টেকনিক্যাল অফিসার

Scroll to Top