
আমাদের সম্পর্কে
এসো কাজ করি মহিলা উন্নয়ন সমিতি ২০০৫ সালে ২২জন নারী সদস্য নিয়ে গঠন করা হয়। ধীরে ধীরে সদস্য সংখ্যা বেড়ে বর্তমানে ৪০ জন সদস্য রয়েছে। সমিতিটির লক্ষ্য ও উদ্দেশ্য ছিল দরিদ্র ও অতি দরিদ্র নারীদের জীবন মান উন্নয়ন করা। নারীদের অধিকার বিষয়ে সচেতন করা। বাল্যবিবাহ রোধ করন ও নারী নির্যাতন বন্ধ করতে সমাজকে সচেতন করা। বিভিন্ন আয়মুলক কাজের উপর প্রশিক্ষণ দিয়ে নারী উদ্যেক্তা তৈরি করা। স্থানীয় সরকারের সেবামূলক কার্যক্রম সাধারণ মানুষের কাছে পৌছে দিতে

আমাদের উদ্দেশ্য
ইহা একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী উন্নয়ন প্রতিষ্টান হিসাবে স্হানীয় বাসিন্দাদের মাঝে বিশ্বাস, একতা,মানবতাবোধ জাগিয়ে তোলা।
দরিদ্র মহিলাদের কর্ম সংস্থান , আয় বাড়ানোর সুযোগ সৃষ্টি করা
এই সমিতি স্বনির্ভর করে তুলতে এলাকায় স্হায়ী ভাবে বসবাস রত মহিলাদের ধারা পরিচালিত হইবে
আত্মা কর্মসংস্হানের লক্ষে বিভিন্ন প্রশিক্ষণ

জাহানারা বেগম (প্রতিষ্ঠাতা)
এসো কাজ করি মহিলা উন্নয়ন সমিতিটি (EKKMUS) প্রতিষ্টাতা জাহানারা বেগম
সমাজে উনি একজন নারী নেত্রী বা নারী উদ্দ্যুক্ত হিসাবে পরিচিত পাশা পাশি উনি একজন লেখক। এই পর্যন্ত উনার নিজের লেখা ৫ টি বই প্রকাশ হয়েছে ।
এরমধ্যে সিঁড়ি, কাজল দোয়া জল ,বিজয় লাক্ষি উল্লেখ যুগ্য । ২০১০ সালে সফল নারী হিসাবে এবং ২০১৪ সালে বিভাগীয় পর্যায়ে জয়তা পুরস্কার লাভ করেন
আমাদের কার্যক্রম

বন্যার্তদের খাদ্য বিতরণ

দুর্নীতি দিবস পালন

দুর্নীতি দিবস পালন

কিশোরীদের নিয়ে উধান বয়টক

দুর্নীতি দিবস পালন
